নাসা গ্রুপ শ্রমিকদের বেতন না দিলে মালিকপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা: উপদেষ্টা

প্রকাশ :
সংশোধিত :

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “নাসা গ্রুপের শ্রমিকদের বেতন পরিশোধ করা না হলে মালিকপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে নাসা গ্রুপের প্রতিনিধিদের আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে মালিক নজরুল ইসলাম মজুমদারের কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় প্রতিষ্ঠান চালু রাখা বা বন্ধ করার সিদ্ধান্তও জানাতে হবে। অন্যথায় মালিকসহ পরিবারের সদস্যদের পাসপোর্ট বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সভায় নাসা গ্রুপের মালিক ও পরিবারের নামে থাকা সম্পদের খোঁজও পাওয়া গেছে। এ সম্পদগুলোর মধ্যে রয়েছে—
গুলশান-১ ও পূর্বাচলের বহু বিল্ডিং ও প্লট, ঢাকার তেজগাঁও শিল্প এলাকা, মহাখালী ও নিকেতনের জমি, চাঁদপুর ও ঠাকুরগাঁওয়ে বিশাল জমি, দুবাইয়ে খেজুর বাগান ও রিসোর্ট, মেঘনা ঘাটে ও হাতিরঝিলে ওয়্যারহাউজ ও খেজুর ডিপো, হাসপাতাল, মার্কেট, সুইমিং পুল, গেস্টহাউজ ও ফার্নিচার দোকান, ২৪ কোটি টাকার প্রভিডেন্ট ফান্ড।

